নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষে ছাত্রলীগের ২ কর্মী আহত
আপডেটঃ 8:47 pm | February 19, 2016

ত্রিশাল প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষে বিপুল ও ওবায়দুল নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার দিকে কথা কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাব্বির ও ছাত্রলীগ নেতা অনিক সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে বিপুল ও ওবায়দুল নামে দু’ছাত্রলীগ কর্মী আহত হন। আহত দুই জনকে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।