হিজাব পরে এটিএম বুথ ব্যবহার নিষিদ্ধ নয়
আপডেটঃ 9:14 pm | February 19, 2016

আলোকিত ময়মনসিংহ : হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহারে কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করা হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, সম্প্রতিক সময়ে সংঘটিত এটিএম জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার তফসিলী ব্যাংকগুলোর সঙ্গে একটি সভার আয়োজন করে। ওই সভায় বিভিন্ন প্রস্তাবনার পাশাপাশি একটি ব্যাংক থেকে হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহার ঠিক হবে কি না সে বিষয়ে দিক নির্দেশনা চাওয়া।
এর প্রেক্ষিতে সভার সভাপতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন যে, হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহার করা যাবে। তাই জনগণকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।
তবে ওই বৈঠক সূত্রে জানা গেছে, চুরি ঠেকাতে দেশের প্রায় সাড়ে সাত হাজার এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ তৈরি করা হবে স্বচ্ছ গ্লাস দিয়ে। আর নারীদের লেনদেনের সময় প্রয়োজনে হিজাব খুলতে হবে, এমন বিষয়ে আলোচন হয়েছে।