ল-ক্লার্ক” বাস্তবায়নের দাবীতে ময়মনসিংহ আইনজিবী সহকারীদেরও বিক্ষোভ
আপডেটঃ 5:37 pm | January 21, 2020

স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় গতকাল “ল-ক্লার্ক” আইন বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহ আইজিবী সহকারীদের আদালত চত্ত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমান প্রধান মন্ত্রী ও আইমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাস্তবায়ন না হওয়ায় তারা এই প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশের নেতৃত্বদেন আব্দুল লতিফ সাবেক সভাপতি, মোঃ তফাজ্জল হোসেন মল্লিক সাবেক সেক্রেটারী, আবু বক্কর সিদ্দিক আহবায়ক বিভাগীয় সংগ্রাম কমিটি, আব্দুস সালাম মিয়া সদস্য, হিরন মিয়া সদস্য, আনোয়ার হোসেন, মোফাজ্জল হোসেন, আব্দুস সালাম সরকার প্রমূখ।
গত কাল দুপুরে শত শত আইনজীবি সহকারীগন মিছিলে অংশ গ্রহন করে “ল-ক্লার্ক” দাবীসহ অপরাপর দাবী সমুহ পূরন করার জন্য সরকারের প্রতি দাবী জানান। মিছিলটি ময়মনসিংহ আদালত চত্ত্বও প্রদক্ষিন করে জিরো পয়েন্টে শেষ হয়। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবেন বলে জানান।