আনন্দ মোহন কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি মেয়র টিটুর শ্রদ্ধা
আপডেটঃ 1:12 pm | February 21, 2020

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহঃ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনন্দ মোহন কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রথমে আনন্দ মোহন কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আনন্দ মোহন কলেজ অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক ও উপাদক্ষ প্রফেসর মোঃ নুরুল আফছার।
এরপর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ আহব্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত খোকন, মোঃ শেখ সজল, ফাহাদ রেদুয়ান, জুনায়েদ হোসেন টিপু, ছাত্রনেতা ওমর ইসলাম তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন হল শাখার সভাপতি সাধারণ সম্পাদক।
তারপর একে একে কলেজের ২২ টি ডিপার্টমেন্ট, ছাত্রাবাস, ছাত্রীনিবাসের শিক্ষার্থী ও কলেজের হল শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।