ভালুকায় ট্রাক চাপায় মিল শ্রমিক নিহত
আপডেটঃ 8:21 pm | March 05, 2020

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময়ট্রাকচাপায় মোসাদ্দিক বিল্লাহ (২৮) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরেঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি এলাকার আমতলী নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার সময় উপজেলার হবিরবাড়ি এলাকায় অবস্থিত লিজ ফ্যাশনের সুইয়িং ইনপুটম্যান পটুয়াখালী জেলার দশমিয়া থানার ঢনঢনিয়া গ্রামের আব্দুর রাজ্জাক সিপাইয়ের ছেলে মোসাদ্দিক বিল্লাহ মিলের দুপুরের বিরতির পর বাসায় যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় উল্টো পথে আসা ময়মনসিংহগামী অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।