ময়মনসিংহের সাবেক ছাত্রনেতা ভিপি শহীদের মৃত্যুতে জেলা আওয়ামী-লীগ নেতৃবৃন্দের শোক।।
আপডেটঃ 6:07 pm | March 20, 2020

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর সাবেক ভিপি,সাবেক জিএস,সাবেক এজিএস,ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যতম সহ-সভাপতি,ভিপি শহীদ ১৯শে মার্চ সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)।
দলের দুঃসময়ের নির্যাতিত সাবেক ছাত্রনেতা মরহুম শহীদুল ইসলাম ওরফে ভিপি শহীদের মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সভাপতি এড.জহিরুল হক খোকা ও সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা এড,মোয়াজ্জেম হোসেন বাবুল।
শোকবার্তায় নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে মরহুম ভিপি শহীদের বর্ণাঢ্য রাজনীতির রসজপথের সাহসী নেতৃত্বের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
জেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দ্বীন ইসলাম ফখরুল বিষয়টি নিশ্চিত করেছেন।