করোনা ভাইরাস প্রতিরোধে ময়মনসিংহে হাত ধোয়ার ব্যাবস্থা করেছে র্যাব-১৪
আপডেটঃ 8:21 pm | March 24, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ করোনা ভাইরাস প্রতিরোধে ময়মনসিংহে র্যাব-১৪ নগরীর ছোট বাজার সংলগ্ন স্বদেশী বাজার মোড় ও চড়পাড়া মোড়ে হাত ধোয়ার ব্যাবস্থা করেছে। র্যাব- ১৪ এর অধিনায়ক লেঃ কর্নেল এফতেখার উদ্দিন এটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এ এস পি হাফিজুল ইসলাম, মিডিয়া অফিসার এ এস পি তৌফিকুল আলম, এ এসপি জুনাঈদ আফরাদ, সমর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ছোট বাজারের পাইকারী চাউল, ডাউল, আটা ময়দ, হোটেল রেস্তোরাঁ পরিদর্শন করেন। এসময় ছোটবাজারের বেশ কিছু পাইকারী দোকানে মনিটরিং করেন। কোনো দোকানদার যেন অতিরিক্ত দাম না নেয় সেজন্য সকল ব্যবসায়ীকে অনুরোধ করেন । এরপর যদি কোনো দোকানের নামে অভিযোগ পান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে বলে জানান। র্যাব- ১৪ এর অধিনায়ক লেঃ কর্নেল এফতেখার উদ্দিন বলেন, দেশ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই মহামারি থেকে বাঁচার জন্য হাত ধোয়ার ব্যবস্থা করে প্রতিরোধ যুদ্ধে সামিল হলাম। তিনি বলেন, প্রাথমিক ভাবে প্রতি জেলায় দুটি করে দেয়া হয়েছে।