ময়মনসিংহে আলহাজ্ব আমিনুল হক শামীমের নেতৃত্বে দরিদ্র জনগোষ্ঠী’র মাঝে খাদ্য সামগ্রী বিতরন
আপডেটঃ 8:15 pm | March 31, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহে চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টিস এর সভাপতি স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি) নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবেলায় ৩১ মার্চ বিকালে জয়নুল উদ্যান পার্কে ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা চরাঞ্চলে প্রায় ৫’শতাধিক দরিদ্র জনগোষ্টির মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করেন। আগামীতেও বিভিন্ন এলাকায় কয়েকদিন ব্যাপী পর্যায়ক্রমে বিতরন করা হবে। এ সময় জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, মহাসচিব মাহাবুবুর রহমান, সম্পাদক আ.খ.ম. শামসুল আলম তালুকদার, সোমনাথ সাহা, ব্যবসায়ী শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।