করোনা : ১০০ পরিবারে খাবার পৌঁছে দিলেন নায়িকা
আপডেটঃ 10:05 am | April 01, 2020

করোনাভাইরাসের দাপটে থমকে আছে সারাবিশ্ব। বাংলাদেশের মানুষও ভাইরাসের কারণে এখন ঘরবন্দি। ফুরিয়ে গেছে অনেকের ঘরের খাবার। এমন দুর্দিনে সেই সব দুস্থ মানুষদের সাহায্য করতে সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্যোগ নেওয়া হচ্ছে। এগিয়ে এসেছেন ঢাকাই সিনেমার তারকারাও। এবার অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অধরা খান। রাজধানী ঢাকার নন্দীগ্রাম দক্ষিণ বনশ্রী এলাকার ১০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। আগামী সপ্তাহে আরও মানুষের কাছে খাবার পৌঁছে দিতে চান তিনি। অধরা খান ২০১৮ সালের শেষ দিকে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। একই বছর তার অভিনীত ‘মাতাল’ সিনেমাটিও মুক্তি পায়। এছাড়া গত বছর অপূর্ব-রানা পরিচালিত ‘উন্মাদ’ সিনেমার বেশকিছু অংশের কাজ শেষ করেন অধরা খান। এতে তার বিপরীতে রোশান ও কলকাতার এক জনপ্রিয় নায়ককে দেখা যাবে।