ময়মনসিংহে মীর সিমেন্ট এর উদ্যোগে রাজমিস্ত্রিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আপডেটঃ 6:24 pm | April 12, 2020

ইব্রাহিম মুকুট ॥ বিশ্বে করোনা ভাইরাসের কারণে নিম্ম ও মধ্যবিত্ত পরিবার কর্মহীন হয়ে পরেছে। বিশেষ করে যারা বিভিন্ন কনট্রোকশন র্ফামে কাজ করে। তারা যাতে করে ঘরের
বাহিরে কাজের সন্ধানে বের না হয় সেই জন্য মির সিমেন্ট এর উদ্যোগে বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী বিতরন করে। বৃহস্পতিবার সকালে নগরীর বড় বাজারস্থ অখিল এন্ড ব্রাদার্স সংলগ্ন এ ত্রান বিতরন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন
মীর সিমেন্ট এর ময়মনসিংহ এরিয়া ম্যানেজার জেএম মাসুদ,এক্সিকিউটিভ ম্যানেজার মুসফিকুর রহমান তপন, বৃহত্তর ময়মনসিংহের মীর সিমেন্টের পরিবেশক মেসার্স অখিল এন্ড ব্রাদার্স প্রমূখ। বিতরনের মধ্যে ছিল
চাউল,ডাল,তেল,আলু,লবন ও সাবান। ময়মনসিংহে রাজমিস্ত্রির হাতে এ সকল খাদ্য সামগ্রী তুলে দেন এবং বলেন, সরকারের নির্দেশ মেনে ঘরে অবস্থান করার জন্য। বাহিরে বের হলে করোনার ঝুকি থাকতে পারে। আপনারা নিজেরা ঘরে থাকুন এবং অপরকে ঘরে থাকার জন্য উৎসাহিত করুন।