পহেলা বৈশাখে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের শুভেচ্ছা
আপডেটঃ 3:23 pm | April 14, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ পহেলা বৈশাখে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সকল বাঙ্গালীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহতালার। বাঙালীদের সেরা উৎসব পহেলা বৈশাখ। সকল বাঙালীকে নববর্ষের শুভেচ্ছা জানাই। সাথে সাথে সর্ব যুগের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মহান নেতা শেখ হাসিনা আপা কে জানাই পরম শ্রদ্ধা, সালাম ও শুভেচ্ছা। তিনি আরো বলেন, আজকের দিনে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বশ্রেষ্ঠ বীর বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ই আগষ্টে সকল শহীদদের, জাতীয় চার নেতা সহ নেতাজী সুভাষ চন্দ্র বোস, শহীদ তিতুমীর, ক্ষুদিরাম, হাজী শরীয়ত উল্লাহ, বাঘা যতীন, সূর্যসেন, প্রিতিলতা ওয়াদ্দেদার, ভাষা শহীদ আব্দুল জব্বার, শফিকুর রহমান, রফিক, ৬২’র শিক্ষা আন্দোলনের শহীদ বাবুল ওয়াজীউল্লাহ , ৬ দফা আন্দোলনের মনু মিয়া, গণ আন্দোলনে শহীদ আসাদ, আনোয়ারা বেগম, মতিউর, ময়মনসিংহের বীর সন্তান আলমগীর মনসুর মিন্টু, ডঃ জোহা, আগরতলা ষড়যন্ত্র মামলার লেঃ কর্ণেল মোয়াজ্জেম হোসেন, সার্জেন্ট জহুর সহ মহান স্বাধীনতার ৩০ লক্ষ শহীদ এবং সম্ভ্রম হারানো সেই সকল আমাদের মা বোন সহ গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালীর বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম কে। আর এই সময়ে সাহসের সাথে উচ্চারণ করছি মহান নেতা হাসিনা আপা – জাতি যেমন ছিলো ৭১-এ পিতা মুজিবের সাথে আজকেও জাতি আছে করোনা বিরোধী লড়াইয়ে তোমার সাথে। আমি স্রষ্টার কাছে প্রার্থনা করি – করোনা বিরোধী লড়াইয়ে তুমি জিতবে তোমার পিতার বাংলাদেশ জয়লাভ করবে, তোমার জাতি নিরাপদ হবে। আল্লাহ সহান হোন……….। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।