ময়মনসিংহে প্রতিমন্ত্রী শরিফ আহমদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ বিতরণ
আপডেটঃ 12:04 am | April 17, 2020

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমদ এম. পি. এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার সকালে শহরের ভিবিন্ন স্থানে করোনা ভাইরাসের সংকটময় সময়ে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এডভোকেট এ.বি.এম নূরুজ্জামান খোকন, সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট এর সার্বিক তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মানিক সরকার, সহ- সম্পাদক দিলীপ লাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাকসুদ খান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট নুরুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট জানান, ‘আমাদের এ কার্যক্রম চালু থাকবে যতদিন এ দুর্যোগ শেষ না হবে।’