ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান
আপডেটঃ 7:20 pm | April 19, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইমাম মহোদয়ের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিকদের হাতে ওই সুরক্ষা সরঞ্জাম (পিপিই) তুলে দেন। ওই সময় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইফতেখার সুমন উপস্থিত থেকে সুরক্ষা সরঞ্জাম (পিপিই) গ্রহণ করেন। এছাড়াও ১১ এপ্রিল হ্যান্ড স্যনিটাইজার, সার্জিক্যাল মাক্স, সার্জিক্যাল ক্যাপ ও হ্যান্ড গ্লাভস সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
এছাড়া ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের তত্বাবধানে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ২৬ জনের মাঝেও পিপিই বিতরণ করা হয়েছে। যারা প্রতিনিয়ত সামাজিক দুরত্ব বজায় রাখা, আক্রান্ত এলাকা থেকে আগত নাগরিকদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণে কাজ করছে।