জেলা প্রশাসনের সচেতনতা মুলক কার্যক্রম অব্যাহত
আপডেটঃ 7:36 pm | April 20, 2020
ইব্রাহিম মুকুট ঃকরোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রতিদিন জেলা প্রশাসন সচেতনতা বাড়াতে জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশে নির্বিঘ্নে কাজ করছে করোনা ঝুঁকি নিয়ে।
আজ সোমবার ২০ এপ্রিল সকাল থেকে দুপুর পযন্ত শহরের বিভিন্ন স্পর্টে দোকান খোলা, দোকানদার হাতে গ্লাভস, মাক্স না পড়া, সেলুন খোলা রাখার দায়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না, সবিতা সরকার, তাসনিম আক্তার পৃথক পৃথক অভিযানে ২২টি মামলার মাধ্যমে ৫৫.৭০০.( পঞ্চান্ন হাজার সাতশত) টাকা জরিমানা আদায় করে এবং তাদেরকে সতর্ক করে দেন আইন মেনে চলার জন্য। তিনারা বলেন অবশ্যই নিরাপদ দুরত্ব বজায় রেখে চলবেন এবং অন্যকে সহযোগিতা করবেন।