ময়মনসিংহ নগরীতে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু
আপডেটঃ 3:09 pm | April 24, 2020

মো. মেরাজ উদ্দিন বাপ্পী, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকার করোনায় আক্রান্ত হয়ে মোমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোররাতে নগরীর এস কে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
গৃহবধূ মোমেনার মৃত্যু নিশ্চিত করে সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানান, গত ২১ এপ্রিল নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকার মোমেনা বেগমের করোনা পজিটিভ ধরা পড়ে। এর পর থেকেই এস কে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শ্বাসকষ্টসহ অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে তার দাফন কাজ সম্পন্ন করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।