ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সপ্না খন্দকারের উদ্যোগে নান্দাইলে অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন
আপডেটঃ 6:24 pm | April 24, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় জাহাঙ্গীরপুর ইউনিয়নে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সপ্না খন্দকারের গ্রামের বাড়ির আশপাশের এলাকার ৫০টি অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সপ্না খন্দকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য লুৎফুন্নেছা লাকী প্রমুখ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সপ্না খন্দকার জানান, নান্দাইলে আমার গ্রামের বাড়ীর আশপাশের কিছু অসহায় দরিদ্র পরিবার খাবারের অভাবে কষ্টে দিন কাটাচ্ছে। বাড়ি থেকে খবর পেয়ে ছুটে যাই তাদের পাশে। সেই অবহেলিত ৫০টি পরিবারের মাঝে কিছু খাবার সামগ্রী বিতরণ এর মাঝে তাদের মুখে সামান্য হাসি ফোটানোর চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আপার সোনার বাংলায় কোন অসহায় দরিদ্র পরিবার না খেয়ে থাকতে পারে না। আমরা আমাদের প্রিয় নেত্রীর পাশে আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ্।