৬০ শতাংশ জমির ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ
আপডেটঃ 10:17 pm | April 24, 2020

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ: ময়মনসিংহে করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়া কৃষকদের আগাম বোরো ধান কেটে দিয়েছেন আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) আকুয়া কান্দাপাড়া এলাকার কৃষক হানিফের ৬০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা গেছে, ময়মনসিংহ নগরীর কিছু এলাকার কয়েকটা প্লটে আগাম বোরো ধান পেকেছে। শ্রমিক সংকটের কারণে কৃষকরা তাদের সেই ধান তুলতে পারছিলেন না। খবর পেয়ে আকুয়া কান্দাপাড়া এলাকায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক মোঃ শেখ সজল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় আমরা আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছি।
তিনি আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। ময়মনসিংহ নগরীর যে সব এলাকায় পাকা ধান রয়েছে এবং যারা শ্রমিক পাচ্ছেন না আমার চেষ্টা করছি সেই সব কৃষকদের পাশে থাকার।