মিঠামইনে মানব সেবায় নিয়োজিত উপজেলা চেয়ারম্যান আলহাজ আছিয়া আলম
আপডেটঃ 6:07 pm | May 06, 2020

মোক্তার হোসেন গোলাপ মিঠামইন প্রতিনিধি
মানব সেবায় সেই তখন থেকেই কান্তিহীন পথ চলা অব্যাহত রেখেছেন আলহাজ আছিয়া আলম । তিনি রোধ -বৃষ্টি মাথায় নিয়ে অসুস্থ অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ।
আলহাজ আছিয়া আলম মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের কামাল পুর গ্রামের আলহাজ তায়েব উদ্দিনের কন্যা । মহামান্য রাষ্ট্রপতি মো:আবদুল হামিদ এর ছোট বোন। স্বামীর নাম খুরশিদ আলম।।তিনি ছিলেন মিঠামইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ।আছিয়া আলম মিঠামইনপরিষদের চেয়ারম্যান ।এর আগে আছিয়া আলম ২বার মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন ।সেই তখন থেকেই মানুষের সেবা শুরু করেন। এখন ও তিনি মানব সেবায় নিয়োজিত রয়েছেন।রোধ -বৃষ্টি মাথায় নিয়ে এ গ্রাম থেকে ঐ গ্রামের মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন ।সরকারি সাহায্য ছাড়া ও তিনি তাঁর নিজের ঘরের খাদ্য সামগ্রী বিলিয়ে দিয়েছেন অসহায় মানুষের মাঝে । করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতায় বিশেষ ভূমিকা রেখেছেন তিনি ।
