শেখ হাসিনার বিরোধিতা নয় এখন সময় জনগনের পাশে থাকার-এড. মোয়াজ্জেম হোসেন বাবুল
আপডেটঃ 10:53 pm | May 08, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল বর্তমান পরিস্থিতিতে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বলেছেন, জনাব ফখরুল ইসলাম আলমঙ্গীর, জনাব রিজভী আহমেদ আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের বিরুদ্ধে মনগড়া কথা বলেই চলেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে বহুদিন বহুকথা বলেছেন – আগুন জ্বালিয়েছেন। ‘৭১ এর পরাজিত রাজাকারদের সাথে মিলেমিশে জ্বালও পোড়াও করেছেন, খুন জখম করেছেন। বর্তমান এই সময়টায় বলবো জনগন কে রক্ষার জন্য জনগন কে ঘরে থাকার পরামর্শ দিন। একটি প্রচার পত্র বের করুন, ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ান। শেখ হাসিনা দেশের জনগনকে, দেশ কে রক্ষার জন্য যে পরিশ্রম করে চলেছেন সেটার বিরুদ্ধে অহেতুক কথা না বলে মিথ্যা বানোয়াট প্রচারণা থেকে বিরত থাকুন। আর যদি মনে করেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারলে আপনাদের রাজনৈতিক প্রমোশন হবে, তাহলে কিছু বলার নেই। তাহলে প্রমোশনের পরীক্ষা দিতে থাকুন – এতে জনগন থেকে যেমন দূরে আছেন, আরো অনেক বেশী দূরে চলে যেতে বাধ্য হবেন। দেশ জাতি এক সময় নিরাপদ হবে। আপনাদের অস্তিত্ব বিলীন হবে।