করোনায় প্রায় ১ কোটি টাকা লস – মৎস্যচাষী বদরুজ্জামান
আপডেটঃ 6:14 pm | May 13, 2020

এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোকামিয়া এলাকার মৎস্য খামারি বদরুজ্জামান বলেছেন, করোনায় আমার প্রায় ১ কোটি টাকা লস অইয়া গেছে। তিনি বলেন, করোনার কারণে গাড়ি বন্ধ। পার্টি নাই। মাছ সেল দেওয়া যাচ্ছে না। মাছের খাদ্যের দাম বাইড়া গেছে। যে মাছ ১৫ হাজার টাকা মণ বিক্রি অইতো ওই মাছ অহন মাত্র ৫ হাজার টাকা মণ। খুচরা বাইরে বিক্রি করণ লাগতাছে।
ফুলপুরের বিশিষ্ট মৎস্য খামারি বদরুজ্জামানের ১৫টি পুকুর রয়েছে। শেরপুর রোডের পাশে, মোকামিয়া স্কুল সংলগ্ন, হরিরামপুর ও বওলাকান্দাসহ বিভিন্ন জায়গায় এসব পুকুর অবস্থিত। তার পুকুরে অনেক উন্নত জাতের মাছ চাষ করা হয়েছে। শিং, পাবদা, গোলসা ও মাগুর এর মধ্যে উল্লেখযোগ্য।