রূপসী বাংলা সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৭ গুণীজন
আপডেটঃ 8:53 pm | February 27, 2016
আলোকিত ময়মনসিংহ : আন্তর্জাতিক রূপসী বাংলা সাহিত্য পুরস্কার-২০১৫ পাচ্ছেন দেশের শিল্প-সাহিত্যের ৭ বিশিষ্টজন। কলকাতার সাংস্কৃতিক সংগঠন জীবনানন্দ উৎসব কমিটির উদ্যোগে আগামী ১২ মার্চে ঢাকায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৭ বিশিষ্টজনকে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেকের হাতে পদক, সনদপত্র ও সম্মাননা অর্থ তুলে দেওয়া হবে।
সম্প্রতি কলকাতায় নন্দন সেন্টারে জীবনানন্দ সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন ‘জীবনানন্দ উৎসব কমিটি’র সভাপতি কবি অমৃত মাইতি।
পুরস্কারপ্রাপ্তরা হলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, কবি নির্মলেন্দু গুণ, কবি হেলাল হাফিজ, কবি অসীম সাহা, কবি ও স্থপতি রবিউল হুসাইন, কবি তপঙ্কর চক্রবর্তী এবং কবি, গীতিকার ও নাট্যকার সহিদ রাহমান।