হিন্দু-বৌদ্ধ-খৃিষ্টান ঐক্য পরিষদের উদ্দোগে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মেয়র টিটু
আপডেটঃ 3:39 pm | May 21, 2020

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃিষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্দোগে এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গনে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু আনুষ্ঠানিক ভাবে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় হিন্দু-বৌদ্ধ-খৃিষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায়, মহানগর সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মন, মহানগর সাধারণ সম্পাদক শ্রী পবিত্র রঞ্জন রায়, ধর্মসভা দুর্গাবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর সাহা, সদর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্রী ত্রিদ্বীপ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।