মমর নতুন ছবি ‘স্বপ্নবাড়ি’
আপডেটঃ 1:27 pm | February 28, 2016

‘দারুচিনি দ্বীপ’ আর ‘প্রেম করবো তোমার সাথে’ ছবি দুটিতে অভিনয় করলেও রূপালি পর্দায় মমর সেরা সাফল্য এসেছে ‘ছুঁয়ে দিলে মন’-এর মাধ্যমে। জনপ্রিয় এই অভিনেত্রী এরপর ‘মনের মতো’ চিত্রনাট্য পাননি বলে টেলিভিশনেই নিজেকে আটকে রেখেছিলেন। অবশেষে তার অপেক্ষা ফুরোলো।
নতুন ছবি হাতে নিয়েছেন মম। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘স্বপ্নবাড়ি’ নামের ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার নায়ক আনিসুর রহমান মিলন। দু’জনে এর আগে টিভিতে অনেকবার জুটি হয়েছেন। ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতেও মিলনের সঙ্গে দেখা গেছে মমকে।
‘স্বপ্নবাড়ি’র পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘আনিসুর রহমান মিলন আগেই চুক্তিবদ্ধ ছিলেন। এবার পাওয়া গেলো মমকে। আমার সঙ্গে সবাই একমত হবেন যে, এ দু’জনই অভিনয়শিল্পী হিসেবে দুর্দান্ত।’
অংশু আরও জানান, কয়েকটি রহস্যঘেরা চরিত্র থাকছে ছবিটিতে। এখনই গল্প বলতে চান না তিনি। আগামী আগস্টে শুরু হচ্ছে ‘স্বপ্নবাড়ি’র দৃশ্যধারণ।
এটি অংশুর পরিচালনায় হতে যাচ্ছে দ্বিতীয় ছবি। ছোটপর্দার জনপ্রিয় এই নির্মাতা প্রায় শেষ করেছেন তার প্রথম ছবি ‘আদি’র কাজ। এতে জুটি হয়েছেন এবিএম সুমন ও শায়লা সাবি।