আপডেটঃ 1:29 pm | February 28, 2016
খান পরিবারে আগমন হল নতুন অতিথির। পুত্র সন্তানের জনক হলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল খান। খবরটি নিশ্চিত করেছেন তামিম নিজেই। নিজ ফেসবুক পেজে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টার দিকে এ খবর দিয়েছেন জাতিকে।
রোববার সকালে ব্যাংককের একটি হাসপাতালে স্ত্রী আয়েশার কোলজুড়ে আগমন আগমণ ঘটে তামিমের ঔরষজাত প্রথম সন্তানের। আকরাম খান, তামিম ইকবাল খান, নাফিজ ইকবাল খান ও নামির ইকবাল খানের পথ ধরে নতুন এই অতিথিও ক্রিকেটের পথে পা রাখবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে আপাতত মা-ছেলে উভয়েই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তামিম। তিনি দেশবাসীর কাছে নবজাতকের জন্য দোয়া চেয়েছেন।
এর আগে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে দেখতে দেশের মাটিতে এশিয়া কাপ না খেলে ব্যাংককে উড়াল দেন তামিম। স্কুল জীবন থেকেই তামিম-আয়েশার মন দেয়া-নেয়া শুরু। ২০১৩ সালের ২২ জুন আনুষ্ঠানিক বিবাহের মাধ্যমে আট বছরের প্রেমের সফল পরিণতি টানেন এই জুটি।