শিক্ষানবীসদের এডভোকেট হিসেবে অন্তভূক্তির দাবীতে মানববন্ধন
আপডেটঃ 4:30 pm | June 30, 2020

স্টাফ রিপোর্টার : ৩০ জুন সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ প্রেসকাবের সামনে সারাদেশের মত ময়মনসিংহে শিক্ষানবীস আইনজীবীদের মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ২০১৭/২০২০ সালে প্রিলি: (গপয়) পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবীস আইনজীবীবৃন্দ। শিক্ষানবীস আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন এ.এইচ.এম আরমান, শাহরিয়ার রশিদ জিসান, রিফাত আহমেদ, আসাদুজ্জামান রিয়েল, অনিক কুমার সিং, নূরুল ইসলাম উজ্জ্বল, দীলিপ কুমার সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন করোনা মহামারীর কারণে (গপয়) উত্তীর্ণ পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা অনিশ্চিত হওয়ায় গেজেটের মাধ্যমে আইনজীবী তালিকাভূক্তির দাবী জানান। তাই আমাদের দাবীটিকে বিশ্ব মহামারীর এই সংকটময় মূহুর্তে যৌক্তিকভাবে গ্রহণ করে জনস্বার্থে দেশের সমগ্র প্রিন্ট মিডিয়া ও টিভি চ্যানেলে প্রচারের মাধ্যমে আমাদের বার কাউন্সিল কর্তৃপক্ষে তথা সর্বোপরি আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনার জন্য আন্তরিক সহযোগিতা কামনা করেন।