“বীর প্রতিকের বিদায়”
আপডেটঃ 4:33 pm | June 30, 2020

ময়মনসিংহ জেলার মহান মুক্তিযুদ্ধের সময়ের বীর মুক্তিযোদ্ধা বর্তমানে আকুয়া নিবাসী নান্দাইল উপজেলার গর্বীত সন্তান আশরাফ আলী খান বীর প্রতিক, আজ সকাল ১১,৪০মিঃএ চির বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে।
তার এই বিদায়ে আমরা হারালাম আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় মানুষটিকে।জাতী হারিয়েছে তার গর্বীত সন্তান কে।উনার আত্মার চির শান্তুি কামনা করি।