আপডেটঃ 7:06 pm | February 29, 2016
নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে কিশোরগঞ্জ-ময়মনসিংহ হাইওয়ে সড়ক সংলগ্ন আব্দুল বারেকের ইটকলার পাশে সোমবার বেলা আনুমানিক ৩টায় অবস্থায় এক অজ্ঞাত কিশোর (১২) এর লাশ নান্দাইল মডেল থানা পুলিশ উদ্ধার করেছে। পরে ময়না তদন্তের জন্য কিশোরের লাশ কিশোরগঞ্জ সদর মর্গে পাঠানো হয়েছে। হত্যাকন্ডের কারন জানা যায়নি।