ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুবলীগের বৃরোপণ কর্মসূচী উদ্বোধন
আপডেটঃ 7:51 pm | July 01, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ মুজিববর্ষ উপলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা যুবলীগের বৃরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট ইমদাদুল হক সেলিম এ কর্মসূচী উদ্বোধন করেছেন।
বুধবার বিকেলে ফুলবাড়িয়া উপজেলা যুবলীগের উদ্যােগে ফুলবাড়িয়া ডাকবাংলোতে একশতটি বৃরোপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।
উপজেলা যুবলীগের আহব্বায়ক আব্দুল কদ্দুুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুবলীগ নেতা সাইফুল আলম কাজল, আব্দুল আলীম আব্দুল্লাহ, সাকির আহম্মেদ খান, মোঃ মাহবুবুল আলম ছোটন প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক রাসেল।