পরিবেশ রক্ষা উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে বৃক্ষ রোপন
আপডেটঃ 10:12 pm | July 04, 2020

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আজ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন রাস্তার পাশে পাশে ও ঢাকা ময়মনসিংহ হাইওয়ের বাইপাস এলাকায় পরিবেশ রক্ষা উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয়। এসময় উপস্হিত ছিলেন পরউআর নেতৃবৃন্দ। তাদের মধ্য শিব্বীর আহমেদ লিটন,সাংবাদিক গোলাম মুস্তফা,ইয়াজদানি কোরাইশি কাজল,সাংবাদিক প্রদীপ ভৌমিক, কবি স্বাধীন চৌধুরী, আঃ কাদের চৌধুরী মুন্না ,এড,আঃ মোতালেব লাল , অধ্যাপক শামসুল গনি সুমন,আনিসুর রহমান,আলী ইউসুফ,আরিফ রহমান খান বাবু ,সুজাউল আলম এড,মতিউর রহমান ফয়সাল,আলহাজাজুর রহমান সবুজ,শুভজিৎ চক্রবর্তী। প্রমূখ।