সুপ্রিমকোর্টে বিচারাধীন মামলা ৪ লাখেরও বেশি
আপডেটঃ 7:48 pm | February 29, 2016

সংসদ ভবন থেকে : বাংলাদেশ সুপ্রিমকোর্টে মোট ৪ লাখ ৭ হাজার ৫৮৬টি মামলা বিচারাধীন আছে বলে সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
সোমবার বিকেলে ১০ম জাতীয় সংসদের ৯ম অধিবেশনে মহিলা আসনের সংসদ সদস্য হাজেরা খাতুনের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
লিখিত জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সুপ্রিমকোর্টে মোট ৪ লাখ ৭ হাজার ৫৮৬টি মামলা বিচারাধীন আছে। এর মধ্যে আপিল বিভাগে বিচারাধীন দেওয়ানী মামলার সংখ্যা ১০ হাজার ৫৭০টি। ফৌজদারী মামলার সংখ্যা ২ হাজার ৭২৪টি এবং অন্যান্য ৬৭টিসহ মোট ১৩ হাজার ৩৬১টি মামলা বিচারাধীন রয়েছে।’
আনিসুল হক আরো বলেন, ‘হাইকোর্ট বিভাগে বিচারাধীন দেওয়ানী মামলার সংখ্যা ৮৭ হাজার ৩১০টি, ফৌজদারী মামলা ২ লাখ ৩৭ হাজার ৯৬৪টি, রিট মামলা ৬২ হাজার ১৫৭টি, আদিম ৬ হাজার ৭৯৪টিসহ মোট ৩ লাখ ৯৪ হাজার ২২৫টি মামলা রয়েছে।’
দেশের বিভাগগুলোতে হাইকোর্ট বিভাগের অস্থায়ী বেঞ্চ স্থাপনের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলেও সংসদকে জানান আইনমন্ত্রী।