ময়মনসিংহে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রতিবাদ সভা অনুষ্টিত
আপডেটঃ 9:35 pm | July 11, 2020

পার্টির কেন্দ্রীয় কর্মসূচি র অংশ হিসেবে, স্বাস্থ্যসেবায় দুর্নীতি, করোনা টেস্টে টাকা ধার্য্য, পাটকল বন্ধ করা, জ্বালানির মূল্য বৃদ্ধির আইন করা, ডিজিটাল আইন এর নামে কথা বলার স্বাধীনতা হরন এর প্রতিবাদে ময়মনসিংহ জেলার সদর উপজেলার কিসমত বউ বাজারে, এবং গৌরিপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে স্বাস্থ্য বিধি মেনে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচি তে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, কমরেড মনিরা বেগম অনু,জেলার সাধারণ সম্পাদক কমরেড শেখ বাহার মজুমদার, গৌরিপুর উপজেলার সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী, কমরেড শহিদুল্লাহ, ছাত্র ইউনিয়ন এর সভাপতি আরশাজাদুল বোরহান, সহ কমরেড মোকসেদুর রহমান, কমরেড মোতালেব, কমরেড হালিম, কমরেড মাহমুদুল হাসান প্রমুখ।