ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৭ জুয়ারি ও ১ চোর গ্রেফতার
আপডেটঃ 4:39 pm | July 21, 2020

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) নির্দেশে এসআই(নি) শরীফ হায়দার আলী সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১ জুলাই রাত ০২.১৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন শষ্যমালা থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি১ মোকাম্মেল মিয়া (৩০), রঞ্জু মিয়া (২৫), সাইফুল ইসলাম (৪০), মোঃ জালাল উদ্দিন (৪৫), মোঃ আশরাফুল (৪২), মোঃ আবুল কালাম (৪৫), মাসুদ (৫২), কে গ্রেফতার করে।
আরেক অভিযানে এসআই(নিঃ) মলয় চক্রবর্তী পিপিএম ফুলপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হুলাই সন্ধায় ১৯,১৫ ঘটিকার সময় ফুলপুর পুড়াপুটিয়া থেকে ফুলপুর থানার মামলা নং-৩, ০২/০২/২০২০ ইং ধারা-৪৫৭/৩৮০ দঃ বিঃ এর আসামী মোঃ রাজীব (২২), পিতা-মোঃ তারা মিয়া, মাতা-জুলেখা, সাং-ধনারভিটা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।