আপডেটঃ 5:51 pm | March 01, 2016
মোঃ মেরাজ উদ্দিন বাপ্পি ঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নং ওয়ার্ডে রোগীর স্বজনদের সাথে ইন্টার্নী চিকিৎসকদের হাতাহাতি’র ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগ গেটে তালা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে জরুরি বিভাগের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেন ইন্টার্নী চিকিৎসকরা।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের সামনে ১০-১২ জন স্থানীয় যুবক ঘুরাফেরা করছিল। এ সময় ইন্টার্ন চিকিৎসক মাজাহার তাদের কাছে ঘুরাফেরার কারণ জিজ্ঞেস করেন। ক্ষিপ্ত হয়ে যুবকরা চিকিৎসক মাজহারকে কিল ঘুষি মেরে হাসপাতাল থেকে বেরিয়ে যায়।
এর প্রতিবাদে তাৎক্ষণিক চিকিৎসকরা জরুরি বিভাগে তালা লাগিয়ে দেয়। পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতারা, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকরা বিকেল সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগের তালা খুলে দেন। কিন্তু কিছুক্ষণ পরই চিকিৎসকরা আবার জরুরি বিভাগে তালা লাগিয়ে দেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। এখন হাসপাতালের পরিস্থতি শান্ত আছে। আমরা জরুরি বিভাগ খোলা রাখার চেষ্টা করছি।