এড,ওয়াজেদুল ইসলামের মৃত্যুতে আহমেদ হুসেনের শোক
আপডেটঃ 8:27 pm | July 24, 2020

বাংলাদেশ আঃলীগের কেন্দ্রীয় কমিটীর সাংগঠনিক সন্পাদক আহমেদ হুসেন দৈনিক আলোকিত ময়মনসিংহ ২৪, কম এবং দৈনিক শ্বাশত বাংলার মাধ্যমে এক শোক বার্তায় ময়মনসিংহ জেলা আঃলীগের সাবেক আহ্বায়ক, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি/সাঃসন্পাদক,বর্তমান পিপি, আঃলীগের দুঃসময়ে নেতৃত্বদানকারি ত্যাগিনেতা, কর্মী বান্ধব এড,ওয়াজেদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোকসন্তপত পরিবারের প্রতি সহানুতূতি জ্ঞাপন করে মরহুমের আত্মার চিরশান্তি কামনা করেছেন।