ঈদুল আযহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মোটরসাইকেল মহড়া
আপডেটঃ 12:56 pm | July 27, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল আযহাকে সামনে রেখে নগরীর আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ঈদে কেনকাটা করতে মার্কেট, বিপনী বিতান ও পশুর হাটে আসা সাধারণ মানুষজনকে কেনাকাটাশেষে নির্বিগ্নে বাড়ি পৌছতে পারে এবং চলাচলরত মানুষজনের গন্তব্যে পৌছা নিশ্চিত করতে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। রবিবার ডিবির দুটি টিম শহরের বিভিন্ন এলাকা ও অলিগলিতে পুলিশি টহল দেয়। তিনি আরো জানান, ঈদের আগে ও পরে এই টহল চলমান থাকবে। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগীয় নগরবাসির জানমালের সার্বিক নিরাপত্তায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সারা শহরের পুলিশি টহল জোরদার করেছে। ডিবি পুলিশের পৃথক টিম শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও অলিগিলসহ বিভিন্ন স্থানে মোটরসাইকেলযোগে নিয়মিত মহড়া দিয়ে আসছে ।