বাংলাদেশের জয় হওয়া মাত্রই দলে দলে মিছিল বেড় হয়ে গেলো ময়মনসিংহ শহরের গলিতে গলিতে।
বুধবার (০২ মার্চ) রাতে খেলা শেষ হওয়া মাত্রই গলিতে গলিতে আনন্দ মিছিল, বিজয় উল্লাস শুরু করে ক্রিকেট ভক্তরা। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উল্লাস আর ময়মনসিংহের উল্লাসের যেন তফাত নেই কোনো।
কেননা অগ্নিঝরা মার্চের শুরুতেই ক্রিকেটে পাকিস্তানকে বধ করলো রয়েল বেঙ্গল টাইগাররা। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালের উঠলো বাংলাদেশ।
আর এই আনন্দেই মেতেছে বিভাগীয় নগরী ময়মনসিংহের সর্বস্তরের জনগণ।
এমনকি শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালের উঠায় এক পর্যায়ে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে জড়িয়ে ধওে কেদে ফেলেন এবং খেলোয়াড় ও দর্শকদেও হাত তালি দিয়ে ও জাতীয় পতাকা নেড়ে অভিনন্দন জানান।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রদীপ ভৌমিক বলেন, আমরা প্রতিশোধ নিতে জানি, একাত্তরে প্রতিশোধ নিয়েছি আজ জাতীয় পতাকা দিবসে বাংলাদেশের দামাল ছেলেরা ক্রিকেট মাঠেও জয়ের নিশান উড়ালো।
তিনি বলেন, পাপিস্থানের সাথে জয়ের স্বাদই আলাদা আজ সেই পুরোন জয়ের স্বাদ পেলাম। শাবাশ বাংলাদেশ, জয় বাংলাদেশ।
এদিকে, পাকিস্তানের পরাজয়ে ফেসবুকেও চলছে বিজয়োল্লাস। টাইগার ফ্যানদের আশা ভারতের বিপক্ষে এবারের এশিয়া কাপের ফাইনালেও আবারো বড় ম্যাচের বড় ক্রিকেটার হয়েই জ্বলে উঠবেন এ টাইগার।
এরআগে গত বিশ্বকাপের ম্যাচগুলোতে টানা সেঞ্চুরি করে নিজেকে চিনিয়েছিলেন ময়মনসিংহের ছেলে মাহমুদউল্লাহ। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে ১৩৮ বলে ১০৩ রানের ইনিংসটি খেলে মাহমুদউল্লাহ বিশ্বকাপে বাংলাদেশের টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে গড়েছিলেন অনন্য রেকর্ড। ওই বিশ্বকাপে রান স্কোরারের তালিকার ৯ নম্বরে ছিলেন তিনি।