ময়মনসিংহ রেঞ্জাধীন চার জেলার গুরুত্বপূর্ণ, চাঞ্চল্যকর ও ক্লু-লেস মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠিত
আপডেটঃ 3:04 pm | August 19, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ ১৯ আগস্ট ২০২০ বুধবার রেঞ্জ মনিটরিং সেলের ভার্চুয়াল সভায় ময়মনসিংহ রেঞ্জাধীন চার জেলার গুরুত্বপূর্ণ, চাঞ্চল্যকর ও ক্লু-লেস মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত রেঞ্জ ডি.আই.জি ড. আক্কাস উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে সভায় রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (ফাইনান্স এন্ড ডিসিপ্ল্যান্ট) মো: হারুন অর রশিদ, পুলিশ সুপার (ক্র্যাইম ম্যানেজম্যান্ট) ফারুক আহমেদ, পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টিলিজন্ট) মো: বাসির উদ্দিন, পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিআইডি এর প্রতিনিধি, কোট ইন্সপেক্টর, রেঞ্জ অফিসের কর্মকর্তা, ময়মনসিংহ বিভাগের সংশ্লিষ্ট সার্কেলের এডিশনাল পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসি, ওসি তদন্ত সহ মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাগন রেঞ্জ মনিটরিং সেলের ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন।