আপডেটঃ 4:33 pm | March 04, 2016
নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শরীফ (২৬) নামে এক মোটরসাইকেল চালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের হানিউড়া এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শরীফ উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের সুরুজ আলীর ছেলে। শরীফ ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, হত্যাকাণ্ডের সময় শরীফের সঙ্গে মোটরসাইকেল ছিল কিনা এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।