গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জুয়ারি ও মাদক ব্যবসায়ীসহ ১৭জন গ্রেপ্তার
আপডেটঃ 8:48 pm | September 05, 2020

ইব্রাহিম মুকুট ঃময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জুয়ারি ও মাদক ব্যবসায়ীসহ ১৭জন কে গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা ডিবি’র ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) বলেন জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, বিপিএম (সেবা) নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাসী, অস্ত্রধারী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর নির্দেশ দিয়েছেন। তারিধারাবাহিকতায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গতকাল ৩০ আগষ্ট সোমবার ২০২০ ইং রাত ২১.২০ ঘটিকার সময় দিঘারকান্দা বাইপাস থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ পলাশ (২৮), পিতা-দুদু মিয়া, সাং-বীররামপুর উজানপাড়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ এবং এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ৩১ আগষ্ট ২০২০ ইং ০২.৪৫ ঘটিকার সময় নওধার থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়াখেলারত অবস্থায় জুয়ারি ২। মোঃ আঃ খালেক (৪২), পিতা মৃত-হযরত বেপারী, সাং-ত্রিশাল চরপাড়া, ৩নং ওয়ার্ড, ৩। সিরাজুল ইসলাম (৪৫), পিতা মৃত-জবেদ আলী মন্ডল, সাং-দরিরামপুর ভাটিপাড়া, ৯নং ওয়ার্ড, ৪। মোঃ ইয়াছিন আলী (২৯), পিতা মৃত-সাইদুল হক, সাং-বীররামপুর ভাটিপাড়া, ৮নং ওয়ার্ড, ৫। মোঃ সুমন মিয়া (৩৫), পিতা-আমির আলী, সাং-বীররামপুর উজানপাড়া, ১নং ওয়ার্ড, ৬। সবুজ (২৩), পিতা-হোসেন আলী, সাং-কাকচর উত্তরপাড়া, ৫নং ওয়ার্ড, ৭। জহুরুল ইসলাম (২১), পিতা-আঃ বারেক, সাং-চকরামপুর, ৮। আশরাফুল ইসলাম (৩০), পিতা-চান মিয়া, সাং-বীররামপুর, ৯। মোঃ হুমায়ুন কবির (৩৫), পিতা-গোলাম মোস্তফা, সাং-কাকচর, ১০। আবুল কালাম (৩৫), পিতা-হাসেন আলী, সাং-চকরামপুর, ১১। মোঃ মোখলেছুর রহমান (৩৫), পিতা-হোসেন আলী, সাং-রামপুর ৯নং ওয়ার্ড, ১২। সাইদুল ইসলাম (৩২), পিতা মৃত-জাহেদ আলী,সাং-চকরামপুর, ১৩। মিন্টু (২২), পিতা মৃত-নজরুল ইসলাম, সাং-দরিরামপুর ৮নং ওয়ার্ড, ১৪। হারুন অর রশিদ (৩০), পিতা-কোরবান আলী, সাং-চকরামপুর, ১৫। শফিকুল ইসলাম (৩০), পিতা মৃত-মন্তাজ আলী মোল্লা, সাং-বীররামপুর উজানপাড়া, ১৬। রাশেদ আহম্মেদ (১৮), পিতা-আঃ রহিম, সাং-চকরামপুর, ১৭। রুবেল (২৭), পিতা-তমিজ উদ্দিন, সাং-বীররামপুর ১নং ওয়ার্ড, সর্ব থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।