মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের বেগম রোকেয়া ভবনের নব নির্মিত গেইট উদ্বোধন
আপডেটঃ 6:11 pm | September 12, 2020

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের বেগম রোকেয়া ভবনের নব নির্মিত গেইট উদ্বোধন ।১২ সেপ্টেম্বর শনিবার সকালে ট্রাঙ্কপট্রি রোড অভিমুখে বেগম রোকেয়া ভবনের নব নির্মিত গেইট উদ্বোধন করেন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল হক শামীম সিআইপি । এসময় স্কুলের প্রধান শিক্ষক সামছুল আলম, শিক্ষক আব্দুর রাজ্জাক ব্যবস্হাপনা কমিটির সদস্য রিয়াজুল ইসলাম ভুলু,নিতাই চন্দ্র দে, সহ অন্যান্য শিক্ষকগন উপস্হিত ছিলেন । পরে স্কুল হল মিলনায়তনে সভাপতি শিক্ষকদের সাথে এক মতোবিনিময় সভা করেন।