ময়মনসিংহ জেলা মৎস্যজীবীলীগ আয়োজিত দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
আপডেটঃ 7:38 pm | September 29, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে নগরীর টাউনহল চত্বরে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ জেলা মৎস্যজীবীলীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মৎস্যজীবী লীগ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক মো: শহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটন, জেলা মৎস্যজীবীলীগ সদস্য মোহাম্মদ আলী লিটন, মো: আনিসুজ্জামান বাবু, মো: ছাইফুল হক রুবেল, পারভীন আক্তার, তাসকিন আক্তার খুশী, আফরোজা খানম সুমী, তানবীন জাহান নদী, শফিউল আলম ফেরদৌস, জহিরুল ইসলাম মৃধা, এডভোকেট শহীদুল্লাহ সিরাজ, সারোয়ার জাহান খান সোহাগ, অলিউল হক, জিয়াউল হক মিন্টু, আব্দুল ওয়াহাব দুদু, রাহাত খান মো: পারভেজ, মেহেদী হাসান, মো: হুমায়ুন কবীর, মঞ্জু খান, আজহারুল হক মন্ডল সহ যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।