ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটনের সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা অনুষ্টিত
আপডেটঃ 9:30 pm | October 01, 2020

স্টাফ রির্পোটার ॥ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটনের করোনা থেকে সার্বিক সুস্থতার জন্য শ্রীশ্রী রঘুনাথ জিউর আখড়ায় ময়মনসিংহে সনাতন ধর্মালন্বিদের উদ্যোগে এক বিশেষ প্রার্থনা অনুষ্টিত হয়। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন আখড়ার পরিচালনা কমিটীর সভাপতি এডভোকেট পীযূষ কান্তি সরকার। মন্দির কমিটির সাধারন সম্পাদক প্রদীপ ভৌমিক অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি সুমন ঘোষ,স্বপন সরকার, চন্দন ঘোষ, সজল সমাদ্দার টিংকু, রঞ্জন দেব প্রমূখ। প্রার্থনাটি পরিচালনা করেন রঘুনাথ জিউর আখড়ার পুরহিত।