যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের অন্যতম সদস্য গোলাম মেহেদী হাসান মেহেদীর বর্নাঢ্যর্যালী
আপডেটঃ 1:04 pm | November 16, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা যুবলীগের অন্যতম সদস্য গোলাম মেহেদী হাসান মেহেদীর বর্নাঢ্যর্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর দুপুরে নগরীর অলকা নদীবাংলা কমপ্লক্সের সামনে থেকে বন্যাঢ্য র্যালীটি শুরু হয়ে শহর প্রদক্ষি শেষে টাউনহল শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকাটসহ ডাক ঢোল পিটিয়ে হাজারো যুবলীগ নেতাকর্মীরা জেলা যুবলীগ নেতা গোলাম মেহেদী হাসানের র্যালীতে অংশ গ্রহন করেন।