আপডেটঃ 6:49 pm | March 06, 2016
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের সদর উপজেলার উজান বাড়েরা এলাকা থেকে রবিবার সকালে পুলিশ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকার মোবাইল ফোনে বলেন শহরের বাইপাস সড়কের উজান বাড়েরা নামক স্থানে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে রয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে, লাশের শরীরে আঘাতের কোন চিহৃ নেই এবং পরিচয় পাওয়া যায়নি,পুলিশ বলছে সন্ত্রাসীরা ময়মনসিংহের বাইরের কোথাও থেকে এই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে। ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।