শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রী কলেজের উদ্যোগে মাস্ক বিতরন
আপডেটঃ 6:10 pm | November 29, 2020

মো: নাজমুল হুদা মানিক ॥ করোনা পরিস্থিতি মোকাবেলায় সরা দেশের ন্যায় শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রী কলেজের উদ্যোগে ২৯ নভেম্বর সকাল ১১টায় মাস্ক বিতরন উপলক্ষে মানববন্ধন ও মাক্স বিতরন করা হয়েছে। এ সময় শম্ভুগঞ্জ জিকেপি কলেজ গভনিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা ড. মো: সিরাজুল ইসলাম, অধ্যক্ষ সুলতানা পারভীন, অধ্যাপক দিলরুবা সারমীন, দেলোয়ার হোসেন তালুকদার, নুরুন্নেছা খানম সুচী, মাহবুবুল আলম, আনোয়ারুল ইসলাম, আবু তানিয়া, আরিফা বেগম, অজিফা খাতুন, নাজমুল হুদা, হাফিজা খাতুন, সুনীল চন্দ্র ঘোষ, জহিরূর ইসলাম, মাহফুজুর রহমান, নাকিয়া আচার্য, নারায়ন পাল, সালমা পারভীন, বিলকিস বেগম সহ অনেকেই উপস্থিত ছিলেন।