চর নিলক্ষীয়া ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প সুষ্ঠভাবে সম্পন্ন
আপডেটঃ 6:14 pm | March 07, 2021
স্টাফ রিপোর্টার. ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার ৭ নং চরনিলক্ষীয়া ইউনিয়ন পরিষদে সরকারের চল্লিশ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় সকল কর্মসূচী অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম। তিনি আরো জানান,কর্মসৃজন কর্মসূচীর আওতায় নিয়োজিত শ্রমিকরা প্রতিটি প্রকল্পের কাজ শেষে তাদের নামে খোলা ব্যাংক একাউন্ট থেকে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে টাকা উত্তোলন করেছে এবং প্রতিটি প্রকল্পের কাজ ও শ্রমিকদের প্রাপ্য অর্থ বিতরণসহ সকল কাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। সরেজমিনে পরিদর্শনকালে চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত চল্লিশ দিনের কর্মসৃজন প্রকল্পের সম্পন্নকৃত প্রকল্পসমূহ, উপকারভোগী, সংশ্লিষ্ট শ্রমিক ও এলাকাবাসীর সাথে কথা বলেও এর সত্যতা পাওয়া গেছে। চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক ইতিমধ্যে বাস্তবায়নকৃত চল্লিশ দিনের কর্মসৃজন প্রকল্পের সম্পন্নকৃত কাজ সরেজমিন পরিদর্শনকালে প্যানেল চেয়ারম্যান রইস উদ্দিন ও ১ নং ওয়ার্ডের মেম্বার শফি আলম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।