বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে পুস্পস্তবক অর্পন
আপডেটঃ 6:36 pm | March 07, 2021

মো: নাজমুল হুদা মানিক ॥ ঐতিহাসিক ৭মার্চ পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। ৭ মার্চ সকাল সাড়ে ৯টায় নগরীর পুলিশ লাইনস্থ চেতনায় অম্লানে নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলরুবা সারমিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শরিফুল ইসলাম সরকার এর পরিচালনায় সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নুরজাহান মিতু, মহিলা আওয়ামীলীগ নেত্রী মীর সালমা, শেখ খুশি, জেলা যুব মহিলা আওয়ামীলীগ নেত্রী মার্জিয়া সুলতানা হাসি, বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ তালুকদার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।