মহিলা আওয়ামীলীগ নেত্রী স্বপ্না খন্দকারের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরন
আপডেটঃ 12:54 pm | July 17, 2021

মো: নাজমুল হুদা মানিক ॥ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মানবাদিকার সামাজিক উন্নয়ন কল্যান পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি স্বপ্না খন্দকার এর উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড সহ বিভিন্ন উপজেলার অসহায় ও দরিদ্র দেড় শত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী, স্যাবলোন, নাপাবড়ি ও মাস্ক বিতরন করা হয়েছে। ১৫ জুলাই সকাল সাড়ে ১১টায় নগরীর আলবারাকা সেন্টারে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু মোবাইলে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। মোবাইলে সংযুক্ত হয়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক। বাংলাদেশ মানবাদিকার সামাজিক উন্নয়ন কল্যান পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ কৃষি সম্পাদক কাজী গোলাম মোস্তফা বাবু এর উপস্থানায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুল হাসান মাসুম প্রমুখ। এ সময় সংগঠনের সহসভাপতি ইউসুফ আলী রিমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা চৌধুরী, দপ্তর সম্পাদক একেএম তুহিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।