ত্রিশালে একদিনে কলেজ ছাত্রীসহ তিনজনের আত্মহত্যা
আপডেটঃ 7:34 pm | March 13, 2016

ত্রিশাল প্রতিনিধি : ত্রিশালে একদিনে গলায় ফাঁস টানিয়ে এক কলেজ ছাত্রীসহ তিনজন আত্মহত্যা করেছে। পুলিশ ও নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের জসিম উদ্দিন (৩৫) নিজের ঘরের ধন্যায় সাথে গলায় দঁড়ি দিয়ে ফাঁস টানিয়ে আত্মহত্যা করে। ওইদিন রাত ৯ টার দিকে সাখুয়া ইউনিয়নের নগরচড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩২) ঘরের ধন্যায় ফাঁস টানিয়ে আত্মহত্যা করে। অপরদিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের আকিজ সিরামিকের কোয়াটারে রাত ১০টার দিকে ভাইয়ের বাসায় পরিবারের লোকজনের সাথে অভিমান করে ত্রিশাল নজরুল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী তানিয়া সুলতানা (১৭) সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামে আব্দুল মালেকের মেয়ে। একদিনে ৩ জনের আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।