আপডেটঃ 7:43 pm | March 13, 2016
স্টাফ রির্পোটার : ‘দুর্যোগে পাবনা ভয়, দুর্যোগ আমরা করব জয়, সকল শিশুর জন্য পুষ্টি নিশ্চিত করতে হবে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৬ উপলে ময়মনসিংহ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ময়মনসিংহ সদরের ১৭টি শিা প্রতিষ্ঠানের ছাত্রদের অংশগ্রহণে ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০,১১ ও ১২ই মার্চ নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিটি খেলায় ২টি দলে ১১ জন করে খেলোয়ার অংশনেয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক/শিকিা এবং অতিথিবৃন্দ। খেলা শেষে খেলোয়ারদের হাতে টফি তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিকসহ অন্যান্য শিক সহ অতিথিবৃন্দ।
এসময় এডিপি’র দুর্যোগ কর্মকর্তা বিপ্লব রিছিল সহ এডিপি’র অনেকে উপস্থিত ছিলেন। খেলায় অংশগ্রহনকারী স্কুলগুলো হল খাগডহর হোসাইন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়, ডি.কে.জি.এস ইউনাইটেড ডিগ্রী কলেজ, বেগুরবাড়ী উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, এডওয়ার্ড উচ্চ বিদ্যালয়, গোপালপুর উচ্চ বিদ্যালয়, গোহাইল কান্দী উচ্চ বিদ্যালয়, হাজী জালার উদ্দিন উচ্চ বিদ্যালয়, দাপুনিয়া উচ্চ বিদ্যালয়, কাউয়ালটি উচ্চ বিদ্যালয়, শাপলা কিন্ডার গার্ডেন, বড় বিলা দাখিল মাদ্রাসা।